ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে বাউফলে ছাত্রদলের মানববন্ধন
✍️ প্রতিবেদক: বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা | 📅 প্রকাশের তারিখ: ১৫ মে ২০২৫
ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে বাউফলে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন করে পটুয়াখালীর বাউফল উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় কলেজ গেট সংলগ্ন বাউফল-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রদলের নেতারা সাম্য হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন:
- পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ্ আল ফাহাদ
- উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান
- কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া
- সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম
- পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর
- কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর
- সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব
নেতারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য ছিলেন একজন নিবেদিতপ্রাণ ছাত্রদল নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া থামবে না আমাদের আন্দোলন।”
পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের এমন কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।