সাহিত্য

বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি: ২ হাজার ৪১১ শিক্ষার্থী পেল পুরস্কার

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক 📅 প্রকাশের তারিখ: শুক্রবার, ১৬ মে ২০২৫

বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি মহানগরে ব্যাপক সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবে মোট ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক ট্রাস্টি, বিশ্বসাহিত্য কেন্দ্র; মো. সোহরাব হোসেন, যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল; মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা; মো. হারুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার, বরিশাল; গাব্রিয়েল গাইন, প্রধান শিক্ষক, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়; সানুয়ার হোসেন, সার্কেল হেড, বরিশাল ডিভিশন, গ্রামীণফোন লিমিটেড এবং শামীম আল মামুন, পরিচালক, বিশ্বসাহিত্য কেন্দ্র।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবের উদ্বোধন হয়। শুভেচ্ছা বক্তব্যে অবসরপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান বলেন, “বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বই আমাদের স্বপ্ন যোগায়, সেই বই আমাদের পড়া উচিত। তোমরা বই পড়াকে দায়িত্ব মনে না করে, আনন্দ মনে করবে। বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে সারাদেশব্যাপী তোমাদের আনন্দ দেবার জন্যই এই বইপড়া আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন বলেন, “তোমরা একাডেমিক বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রসহ অন্যান্য ভালো বই পড়বে। আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য বইপড়া খুবই জরুরি।”

অনুষ্ঠানে বক্তারা বরিশালের ৭৫০টি স্কুলে এই বইপড়া কর্মসূচি চালুর আহ্বান জানান।

গ্রামীণফোনের বরিশাল সার্কেলের প্রধান সানুয়ার হোসেন বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের মধ্যে মানবিক ও মানসিক উৎকর্ষতার বিকাশে গত দুই দশক ধরে এই মহতী উদ্যোগের পাশে আছে গ্রামীণফোন। বই পড়া কর্মসূচিতে আজকের বিজয়ী শিক্ষার্থীদের জানাই অভিবাদন।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন স্বাগত বক্তব্যে বছরজুড়ে বইপড়া কর্মসূচি সফলভাবে পরিচালনায় সহায়তা করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠক ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *