সারা-বাংলা

বিএনপির সভাপতির ড্রেজার দিয়ে বালু না ফেলায় ভাঙচুর

✍️ প্রতিবেদক: বাউফল প্রতিনিধি | 📅 প্রকাশের তারিখ: ২৯ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে বালু ফেলা নিয়ে দুই ড্রেজার ব্যবসায়ীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মৃধার ড্রেজার ব্যবহার না করায় অপর ড্রেজার ব্যবসায়ী মো. নান্নুর বিরুদ্ধে পাইপ খুলে ফেলা, ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কায়না গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন মৃধার বসতবাড়িতে বালু ফেলার জন্য মো. নান্নু একটি ড্রেজার নিয়ে আসেন এবং পাইপ স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, একই ইউনিয়নের বিএনপি সভাপতি বাবুল মৃধা দলবল নিয়ে এসে পাইপ খুলে ফেলেন এবং ড্রেজারে ভাঙচুর চালান। এ সময় শ্রমিকদের মারধরের হুমকিও দেওয়া হয়।

ড্রেজার শ্রমিক মো. নুরনবী জানান, “তাদের ড্রেজার দিয়ে বালু না ফেলায় আমাদের পাইপ খুলে ফেলে এবং বাধা দিলে মারধরের হুমকি দেয়। তারা অনেক লোক ছিল, আমরা কিছু বলতে পারিনি।”

ড্রেজার মালিক মো. নান্নু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে বালু ব্যবসা করছি। বাবুল মৃধাও একই ব্যবসার সঙ্গে জড়িত। তার ড্রেজার ব্যবহার না করে আমার ড্রেজার দিয়ে বালু ফেলায় তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন ও ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। আমি নিজেও বিএনপি করি, তাই বিষয়টি দলীয় ফোরামে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে বাবুল মৃধা বলেন, “এলাকা ভাগ করা হয়েছে। সে আমার এলাকায় এসে বালু ফেলেছে, তাই আমি তার বালু ফেলা বন্ধ করে দিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *