বিউটি হলের জমি নিয়ে একের পর এক মামলা: সংবাদ সম্মেলনে সৈয়দ আশিক চৌধুরীর অভিযোগ
✍️ প্রতিবেদক: বরিশাল প্রতিনিধি | 📅 প্রকাশের তারিখ: ১০ মে ২০২৫
বরিশালের চকবাজারের বিউটি রোডে অবস্থিত বিউটি হলের জমি নিয়ে পরিকল্পিত হয়রানি, মিথ্যা মামলা এবং জাল দলিল তৈরির অভিযোগ এনেছেন জমির রেকর্ডিয় মালিক সৈয়দ আশিক চৌধুরী। শনিবার (১০ মে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সৈয়দ আশিক চৌধুরী জানান, তিনি, তার মা ও বোন মিলে বিউটি রোডের ৫৩.৭০ শতাংশ জমির মালিক। ২০২২ সালের ১১ অক্টোবর কাজী মফিজুল ইসলাম কামাল নামের একজন ব্যক্তি একটি ভূয়া দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে মামলা করেন। কিন্তু ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত আশিক চৌধুরীর পক্ষে রায় দেন।
তিনি অভিযোগ করেন, রায় পাওয়ার পর জমি সংস্কারে গেলে নানা মহল বাধা সৃষ্টি করে। জমিতে মালামাল রাখার পর তা জব্দ, হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ভাংচুরের মতো ঘটনাও ঘটে। এছাড়া তিনি ও তার স্ত্রী বর্তমানে একাধিক হয়রানিমূলক মামলার সম্মুখীন হয়েছেন, যা একই গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী আরও জানান, প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহলের সহায়তায় জমির রেকর্ড সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে তথ্য গায়েব এবং অনলাইনের তথ্য পরিবর্তনের চেষ্টা করে। একই জমির নামে খুলনার ইসলামকাঠি থেকে তিনটি জাল দলিলও তৈরি করা হয়েছে।
তার অভিযোগ, প্রতিটি মামলায় ভিন্ন ভিন্ন বাদী থাকলেও আইনজীবী হিসেবে একই ব্যক্তি (মেহেদী হাসান) নিয়োজিত, যা একটি সুপরিকল্পিত চক্রান্তের প্রমাণ।
তিনি আরও দাবি করেন, জমি সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে জোরপূর্বক ১২ কোটি টাকার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। ব্যর্থ হলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আদালতের রায় আমাদের পক্ষে, তবুও জমি রক্ষা করতে বারবার প্রভাবশালীদের চাপে পড়ছি।”