সারা-বাংলা

বাউফলে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে মাঠে বিএনপি নেতাকর্মীরা

✍️ প্রতিবেদক: বাউফল প্রতিবেদক 📅 প্রকাশের তারিখ: ২১ মে ২০২৫, বুধবার

বাউফলে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় পটুয়াখালীর বাউফলে।

বুধবার (২১ মে) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাটে ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।

লিফলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সামুয়েল আহমেদ লেলিন বলেন, “এখন অনেকে সংস্কার সংস্কার করে ক্রেডিট নিতে চান। কিন্তু আগামীর দেশনায়ক বহু আগেই এই সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তার ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জাতিকে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে বিগত ১৬ বছর আমরা স্বৈরাচার হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আগামী দিনেও জনগণকে সাথে নিয়ে তারেক রহমান একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবেন।”

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন—

  • নওমালা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বাদল
  • যুবদল নেতা মিজানুর রহমান স্বপন
  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক
  • উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনঈমুল ইসলাম মিরাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *