বাউফলে তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপির ক্যাম্পেইন
✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি 📅 প্রকাশের তারিখ: শুক্রবার, ১৬ মে ২০২৫
বাউফলে তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নুরাইপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন। উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনার গুরুত্ব এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
কর্মসূচিতে আরও বলা হয়, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য ৩১ দফা প্রস্তাবনা হলো একটি রূপরেখা। নেতারা এই উদ্যোগকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।