মেহেন্দিগঞ্জে সিএইচসিপি এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন
✍️ প্রতিবেদক: মেহেন্দিগঞ্জ প্রতিনিধি | 📅 প্রকাশের তারিখ: ১০ মে ২০২৫
মেহেন্দিগঞ্জ উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গনেশ বন্ধুকশী। এছাড়া, কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুব আলম।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, সংগঠনের মূল লক্ষ্য হলো—উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা এবং সকল সিএইচসিপি সদস্যদের অধিকার ও কল্যাণে কাজ করা। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সচেষ্ট থাকবে সংগঠন।
তারা আরও বলেন, উপজেলার প্রতিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা যেন নিয়মিতভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এই সংগঠন সক্রিয়ভাবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।