সারা-বাংলা

বাকেরগঞ্জে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি দখল! আদালতে মামলা! গ্রেফতার ২ 🎥 ভিডিওসহ

✍️ প্রতিবেদক: বরিশাল প্রতিনিধি | 📅 প্রকাশের তারিখ: ৬ মে ২০২৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র গভীর রাতে ওই বাড়িতে হামলা চালিয়ে ঘর দখল, মন্দির ভাংচুর, মালামাল লুটপাট ও নদীতে ফেলে দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলসকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অরুণ কুমার দাস খোকন ও বীর মুক্তিযোদ্ধা বিধান কুমার দাসের পরিবারের নামে থাকা জমি ও ঘরে গতকাল গভীর রাতে হাকিম খান খোকন, মনির হোসেন খান, হাসনাত খান এবং খলিল মীরের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল হামলা চালায়।

জমির দলিল অনুযায়ী, বাকেরগঞ্জ থানার জেএল ৬৩, কলসকাঠী মৌজার এসএ খতিয়ান ২১৩ ও ৫৩ এর ১৪৮২, ১৪৮৩, ১৪৮৪, ১৫১৫ দাগের মোট ৯২ শতক জমির মালিক ছিলেন পারুল রানী দাস। তার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তার সন্তানরা—অরুণ কুমার দাস, বিধান কুমার দাস, প্রান কুমার দাস ও তরুণ কুমার দাস—সেই জমিতে বসবাস করে আসছিলেন।

হামলার রাতে দখলদাররা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে, পাশের মন্দির ভাংচুর করে, ঘরের মালামাল নদীতে ফেলে দেয় এবং পরিবারটিকে ঘর ছাড়তে বাধ্য করে। পুলিশকে জানানো হলে, ভোর হওয়ার আগেই হামলাকারীরা অর্ধশতাধিক মহিলা এনে দখল নিশ্চিত করে।

সকাল ৮টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সরে যেতে বলা হলেও তারা সেখানে থেকে রান্না করে ভূরিভোজ করে।

ঘটনার পর প্রয়াত বিধান কুমার দাসের ছেলে বিজেস দাস বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (মামলা নং: ৮২৪/২৫, বাকেরগঞ্জ)। আদালত বিষয়টি আমলে নিয়ে ওসি বাকেরগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ অভিযানে চালিয়ে দখলদার হাসনাত খান ও টুটুল খানকে গ্রেফতার করে। তবে এখনো আতঙ্কে রয়েছে সংখ্যালঘু পরিবার ও পুরো কলসকাঠী এলাকা। স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে তারা ভিটেমাটি হারিয়ে ফেলবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *