সারা-বাংলা

বাউফলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

যুবদল নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

✍️ প্রতিবেদক: বাউফল প্রতিবেদক | 📅 প্রকাশের তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া গাজীর দোকান এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম পঞ্চায়েত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দাওয়াত না দেওয়ায় সালিশে হামলা” শিরোনামে যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনীতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি কুচক্রীমহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশ করিয়েছেন।

তিনি আরও বলেন, “আমি নিজেও ওই সালিশ বৈঠকে এক পক্ষের মান্য সালিশদার ছিলাম। অপরপক্ষের সালিশদার ছিলেন মফিজ মাতব্বর। তার অযৌক্তিক ও মনগড়া বক্তব্যের কারণে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং বৈঠক স্থগিত করা হয়। সেখানেই বিষয়টি শেষ হলেও পরে একটি মহল আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়।”

যুবদল নেতা জসিম আরও বলেন, “আমি বিএনপি পরিবারের সন্তান। গত ১৬ বছর ধরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা-মামলার শিকার হয়েছি। তারপরেও রাজপথে ছিলাম। সামনে উপজেলা যুবদলের কমিটিতে আমি পদপ্রত্যাশী। তাই একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *