ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শ্রমিকদল সভাপতির
দুমকিতে ছাত্রদল নেতা সাইদুল হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ তুলেছেন শ্রমিকদল সভাপতি শাহিন আলম ফোরকান।
✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | 📅 প্রকাশের তারিখ: ১০ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাইদুল হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি শাহিন আলম ফোরকান।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দুমকি প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শ্রমিকদল সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিন আলম ফোরকান বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। পাশাপাশি বোর্ড অফিস বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শেখ হাসিনার পতনের পর ছাত্রদল সভাপতি সাইফুল সহ একটি চক্র আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং আমাকে মারধর করে নগদ ১ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলামকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো চাঁদাবাজের পক্ষপাত করেন।
সবশেষ গত সোমবার ছাত্রদল সভাপতি সাইফুলের অনুসারী আল-আমিন সহ ৭/৮ জন আমার দোকানের মালামাল লুটপাট করে। আমার স্ত্রী বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গায়ে হাত তোলে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, “এ ঘটনার সাথে আমি জড়িত না, এবিষয়ে আমি কিছু জানি না।”
আর মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”