ধলেশ্বরী নদীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘ডেঞ্জার গ্যাং’-এর ১৬ জন আটক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ‘ডেঞ্জার গ্যাং’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের নৌকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সেনা সদস্যরা অভিযান চালান।
অভিযানের সময় নৌকাটি সার্চ করে কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ৮টি রামদা এবং ৭টি কুড়াল উদ্ধার করা হয়।
আটককৃত ১৬ জন কিশোর গ্যাং সদস্যকে পরবর্তীতে কেরানীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কিশোর অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।